লন্ডনে প্রতিযোগিতা মূলক ‘ধরাধরি’ খেলায় অংশ নিল পেশাদার এথলেটসরা

লন্ডনে প্রতিযোগিতা মূলক ‘ধরাধরি’ খেলায় অংশ নিল পেশাদার এথলেটসরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৮ ফেব্রুয়ারি, ছোটবেলায় আমরা সকলেই ধরাধরি বা ছোয়াছুয়ি খেলা তো খেলেছি।খেলায় চোর ছুঁয়ে নিলেই আউট।ডিজিটালের যুগেও কিন্তু আজও বাচ্চাদের এই খেলা খুবই প্রিয়, তবে এই বাচ্চা গুলোর জায়গায় যদি বড়োদের বসানো যায়।তাহলে কেমন দেখতে লাগবে।

এবার সেই ভিডিও প্রকাশ পেল যেখানে ছোটদের জায়গায় বড়রাই খেলছে সেই প্রাচীনতম ধরাধরি বা ছোয়াছুয়ি খেলাটি।তাও সেটা খেলছে পেশাদার এথলেটস।খুব মজার তালেই খেলছে সেই খেলা।লন্ডনে সেই খেলারই প্রতিযোগিতা হল।টো সেকেন্ডের মধ্যে ধরতে হবে নাহলেই আউট।তবে এই খেল খুব যে সহজ ছিল তা নয়! খেলার মঞ্চে রাখা ছিল নানান বাধামুলক জিনিসপত্র।কোনটা খুব উঁচু, কোনটা নিচু আবার কোনটা স্লিপার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top