করোনাভাইরাস সম্পর্কিত আরও এক নতুন তথ্য সামনে এল

করোনাভাইরাস সম্পর্কিত আরও এক নতুন তথ্য সামনে এল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৯ ফেব্রুয়ারি, সাপ, বাদুড় থেকে সামুদ্রিক মাছ। এতদিন এদেরই মারণ করোনাভাইরাসের বাহক বলে মনে করেছিলেন গবেষকরা। কিন্তু এবার প্রকাশ্যে এল করোনাভাইরাসের আরও এক চাঞ্চল্যকর তথ্য। এবার গবেষকদের সন্দেহের শীর্ষে লুপ্তপ্রায় প্যাঙ্গোলিন বা বনরুই।মনে করা হচ্ছে এই প্রাণীর থেকেই এই ভাইরাস সংক্রমণ হচ্ছে।

সম্প্রতি করোনাভাইরাস নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে নেচার পত্রিকায়। সেখানে বলা হয়েছে, চিনের ইউহান থেকে ছড়িয়ে পড়া যে করোনাভাইরাসে কয়েকশো জনের মৃত্যু হয়েছে, সেটির আরএনএ বিন্যাসের সঙ্গে প্যাঙ্গোলিনের শরীরে পাওয়া করোনাভাইরাসের বিন্যাসের ৯৯ শতাংশ মিল পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন গুয়াংজু প্রদেশের ‘সাউথ চায়না এগ্রিকালচার ইউনিভার্সিটি’র গবেষকরা। গায়ে আঁশযুক্ত এই স্তন্যপ্রায়ী ‘বনরুই’ বিশ্বে সবচেয়ে বেশি পাচার হওয়া প্রাণী।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জঙ্গল থেকেও এই প্রাণীকে চিন, নেপাল ও হংকংয়ে পচার করা হয়। জানা যায়, চিন ও ভিয়েতনামে আয়ুর্বেদ চিকিৎসায় পিপীলিকাভুক এই প্রাণীর মাংস ও আঁশ ব্যবহার করা হয়।কোরোনাভাইরাসের বাহক সাপ, বাদুড় ও ভোঁদড়ের পর এবার প্যাঙ্গোলিনের কথা সামনে আসায় মানুষের আরও বেড়ে চলেছে উদ্বেগ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top