৯ ফেব্রুয়ারি, রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন একজন ফুটবলার। সীমান্তরক্ষী বাহিনীর ফুটবল দলের হয়ে খেলে তিনি ১৯৮১ সালে ডুরান্ড কাপ জিতেছিলেন। বর্তমানে তিনি হলেন উত্তর-পূর্বের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। সম্প্রতি সেই রাজ্যে মুখ্যমন্ত্রী একাদশ বনাম মুখ্যসচিব একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এক প্রদর্শনী ম্যাচ। সেই ম্যাচে গোল করেন স্বয়ং তিনি। মুখ্যমন্ত্রীর করা সেই গোল সোশ্যাল মিডিয়ায় আসতেই তা নিয়ে বেশ মজেছেন নেটিজনেরা। এবার খুলেই বলা যাক তাঁর পরিচয়। তিনি হলেন এন বীরেন সিংহ। মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন তিনি।
মুখ্যমন্ত্রী একাদশ বনাম মুখ্যসচিব একাদশের সেই ম্যাচ হয়েছিল ইম্ফলের খুমান লম্পক মেন স্টেডিয়ামে। সেই ম্যাচে পেনাল্টি বক্সের বাইরে থেকে বীরেন সিংহের নেওয়া জোরালো শট বিপক্ষ গোলকিপারের হাত ফস্কে ঢুকে যায় গোলে।গোল করার সেই ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী নিজে। যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন লক্ষাধিক ইউজার।সাথে সেই ভিডিয়ো শেয়ার করে ভারতের জাতীয় ফুটবল দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডল। ওই গোল দেখে ফুটবলার মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ গোটা নেটদুনিয়া।