১০ ফেব্রুয়ারি, বলিউডে পরপর শোনা যাচ্ছে নতুন নতুন নাম।এর মধ্যে এবার নতুন নাম জনপ্রিয় টিভি হোস্ট পূজা বেদীর মেয়ে ও অভিনেতা কবির বেদীর নাতনি আলায়া। ৩১ জানুয়ারি মুক্তি পেয়েছে আলিয়ার নতুন ছবি ‘জওয়ানি জানেমন’।ফার্স্ট লুক ছবিতে ২২ বছরের অভিনেত্রীকে দেখা যাচ্ছে বেশ ফুরফুরে লুকে। ফ্লোরাল প্রিন্টের কালো রঙের পোশাকে ওই অভিনেত্রীর পিঠে রয়েছে ব্যাগ। সেই ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘নতুন বছর ডাকছে নতুন তারকাকে’।
যদিও আলায়া স্টার কিড। তবে নিজের অভিনয়ে জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন আলায়া ফার্নিচারওয়ালা।তাঁর বাবার নাম ফারহান ফার্নিচারওয়ালা। তাঁর দিদা ছিলেন একজন বিখ্যাত নৃত্যশিল্পী।ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছেন আলিয়া। ইনস্টাগ্রামে ক্রমশ বাড়ছে তার ফলোয়ার।
স্কুলের পড়াশোনা শেষ করে নিউ ইয়র্কে অভিনয় নিয়ে পড়াশোনা করেন আলায়া। এরপর মুম্বইতে ফিরেও প্রস্তুতি নেন। সঙ্গে শিখেছেন কত্থক ও হিপ হপ।এর আগে মায়ের সঙ্গে একটি রিয়্যালিটি শো-তে কাজ করেছেন তিনি।