নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১০ ফেব্রুয়ারি, গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের রঘুনাথ গঞ্জ থানার রানিনগড় এলাকায়।মৃত গৃহবধূর নাম বেনজিরা বিবি।
মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বেনজিরা বিবিকে হত্যা করার পর শ্বশুর বাড়ির লোকজন ঘরে ভোরে তালা মেরে বাড়ি থেকে পালিয়ে যায়।প্রতিবেশীরা জানতে পেরে মৃতার বাবার বাড়িতে খবর দেয়।মৃতার পরিবার গিয়ে দেখে মানজিরা মৃত অবস্থায় পড়ে আছে।শশুর বাড়ির লোকজন মিলে তাকে হত্যা করেছে বলে অভিযোগ মৃতার পরিবারের।ঘটনার খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।