নব্য বনাম প্রাক্তণ, ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব

নব্য বনাম প্রাক্তণ, ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১০ ফেব্রুয়ারি, নতুনের সাথে পুরাতন, ফের একবার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। এবার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গেল বীরভূমের ইলামবাজারে। কে হবেন ইলামবাজারের বি মন্ডলের সভাপতি, কার আধিপত্য বজায় থাকবে এলাকায় সেই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের সূত্রপাত। গোষ্ঠীদ্বন্দ্ব রবিবার চরমে উঠলে দুই গোষ্ঠীর সমর্থকদের মধ্যে হাতাহাতি পর্যন্তও হয়। সেই ঘটনায় বর্তমান মণ্ডল সভাপতি বিকাশ ঘোষ আহত অবস্থায় বোলপুর সুপার স্পেশালিটিতে ভর্তি।

এলাকার সভাপতি কে হবেন এই নিয়ে স্থানীয় দুই বিজেপি নেতা বিকাশ ঘোষ গোষ্ঠীর সাথে সংঘর্ষ বাধে অভিজিৎ খাঁ গোষ্ঠীর। বিকাশ ঘোষ বর্তমানে ইলামবাজার বি মন্ডলের নবনির্বাচিত সভাপতি। অন্যদিকে অভিজিত খাঁ ওই এলাকারই প্রাক্তন মন্ডল সভাপতি। বিকাশ ঘোষ বীরভূম জেলার বর্তমান সভাপতি শ্যামাপদ মন্ডলের অনুগামী ও অভিজিৎ খাঁ জেলার প্রাক্তন সভাপতি রামকৃষ্ণ রায়ের অনুগামী বলে জানা যায়।

বিকাশ ঘোষের দাবি, তাকে যেহেতু ইলামবাজারের বি মন্ডলের সভাপতি করা হয়েছে সেই জন্য তার উপর চড়াও হয় অভিজিৎ খাঁ গোষ্ঠীর লোকজন। অভিজিৎ খাঁকে মন্ডল সভাপতি পথ থেকে সরিয়ে দেওয়া হয় দুর্নীতি ও দলের নিয়ম অনুসারে। কিন্তু তিনি তা মানতে নারাজ, আর ওই পদকে ধরে রাখার জন্য সে সচেষ্ট।

বিকাশ ঘোষের আরও অভিযোগ, “মন্ডল সভাপতি থাকাকালীন অভিজিৎ এলাকায় ব্যাপক দুর্নীতি করেছেন। অগুনতি টাকার দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায়। আর দল এবছর তাকে মন্ডল সভাপতির পদ থেকে সরিয়ে দেয়। আমাকে মন্ডল সভাপতি হিসাবে নির্বাচিত করা হলেও তারা সেটা মানতে চাইছেন না।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top