
১০ ফেব্রুয়ারি, বিশ্বকাপ ফাইনালের শেষে হাতাহাতি! প্রিয়ম বললেন ‘Dirty’; ‘Sorry’ বললেন আকবর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল শেষ হতেই বিতর্কের সূত্রপাত। ম্যাচ শেষে ভারত-বাংলাদেশের ক্রিকেটাররা বাদানুবাদ থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। মাঠের মধ্যেই আম্পায়ারের সামনেই এমন ঘটনা ঘটে। আইসিসি অবশ্য এ নিয়ে এখন কিছু না বললেও ম্যাচ রেফারির পূর্নাঙ্গ রিপোর্টের অপেক্ষায় রয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ICC। তবে গোটা ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক বলে চিহ্নিত করেছেন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক প্রিয়ম গর্গ। আবেগের অজুহাতে গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি।
রবিবার পচেস্ট্রুমে ম্যাচ শেষে যে ধুন্ধুমার কাণ্ডটি ঘটেছে তা রীতিমতো ভাইরাল হয়ে পড়ে গোটা নেট দুনিয়ায়। যা নিয়ে বিতর্ক এমনকী স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। গোটা ঘটনার জন্য বাংলাদেশের ক্রিকেটারদের আচরণ নিয়েই প্রশ্ন তুলেছেন ভারত অধিনায়ক প্রিয়ম গর্গ। তিনি বললেন, ” আমরা স্বাভাবিকই ছিলাম। আমরা জানি হার-জিত্ খেলারই অঙ্গ। হয় তুমি জিতবে- নাহয় তুমি হারবে। কিন্তু এদের আচরণ ছিল খুব খারাপ। আমার মতে এমনটা হওয়া উচিত্ই ছিল না।”



















