
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার সাতসকালে একটি বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়াল দুর্গাপুরের ধান্দাবাগ এলাকায়। দমকলের একটি ইঞ্জিন প্রায় কমবেশী ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডের এই ঘটনায় বাড়ীর প্রায় সর্বস্ব পুড়ে ভষ্মীভূত হয়ে গেছে, ক্ষতির অঙ্ক লাখ খানেক টাকার মতো বলে বাড়ীর মালিকের দাবী।
ধান্দাবাগ শিবতলা এলাকার বাসিন্দা সুবল পাল বেনাচিতি বাজারে ঠেলা গাড়ীতে ভাজাভুজির জিনিস বিক্রি করেন, প্রতিদিনকার মতো মঙ্গলবার ভোর থেকে তার বাড়ীর ভেতর রান্নার কাজ চলছিল, হঠাৎ বাথরুম থেকে ফিরে সুবলবাবু দেখেন তার রান্নাঘর দাউদাউ করে জ্বলছে,স্থানীয় বাসিন্দারা এরপর দমকলে খবর দেন অভিযোগ খবর দেওয়ার প্রায় ঘন্টা খানেক পরে ঘটনাস্থলে আসেন দমকল কর্মীরা এতে বাসিন্দাদের কিছুটা ক্ষোভের মুখে পড়তে হয় দমকল কর্মীদের।
মঙ্গলবারের এই অগ্নিকান্ডে ঘরের ভেতরে থাকা একটি মোটর বাইক ও সাইকেল পুড়ে ছাই হয়ে যায়, ভষ্মীভূত হয়ে যায় বাড়ীর ভেতরে থাকা সব নথি, ও দশ হাজার টাকা। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, গ্যাস ওভেনের পাইপে লিক থাকাতেই আগুন লেগেছে আর যে আগুন প্রথম ঘরের ভেতরে থাকা একটি বসার সোফা থেকে বাইকে লাগে পেট্রোল থেকে আগুনের লেলিহান শিখা নিমেষে ছড়িয়ে পড়ে যার জেরে ঘরের ছাদ উড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো,অভিযোগ তোলেন সময়মতো দমকল না আসায় আগুন আরো ছড়িয়ে পড়ে। মঙ্গলবারের এই ঘটনায় এখনো চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। যদিও দেরীতে আসার অভিযোগ অস্বীকার করেছেন দমকল কর্মীরা।



















