
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১১ ফেব্রুয়ারি, বিদ্যালয়ে হঠাৎ বোমা বিস্ফোরণে গুরুতর আহত হল এক ছাত্র।সাথে এক ছাত্রীও আহত হয়েছে।শ্যামনগর দক্ষিণ হাসিয়া হাসিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বাইরে যখন টিফিন টাইমে ঘটনাটি ঘটে। আহত ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছিল টিফিন টাইমে খেলা করছিল ক্লাস ফোরের ছাত্র কৌশিক বৈদ্য। সেই সময় স্কুলের বাইরে মিলন তীর্থ ক্লাবের সামনে রাখা মাটির দ্বীপের মধ্যে একটি বোম আচমকাই ফেটে যায়।ঘটনার খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে আসে। সেখান থেকে একটি বোমা উদ্ধার করে। বিদ্যালয়ে ঘটনার জেরে ঘটনাস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



















