শান্তিনিকেতনের বসন্ত উৎসবের জট অবশেষে কাটল

শান্তিনিকেতনের বসন্ত উৎসবের জট অবশেষে কাটল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১২ ফেব্রুয়ারি, বিশ্বভারতী কর্তৃপক্ষের টালবাহানার পর বসন্ত উৎসব নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল বেশ কিছুদিন ধরেই। কিন্তু রাজ্য সরকার এগিয়ে আসায় জানা গেল, বসন্ত উৎসব হচ্ছে দিনের দিনই। মঙ্গলবার বিশ্ব ভারতের কেন্দ্রীয় গ্রন্থাগারের বৈঠক ঘরে প্রায় তিন ঘন্টা ধরে বসন্ত উৎসব নিয়ে বৈঠক করেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার, বিশ্বভারতীর উপাচার্য ও বিশ্বভারতীর কোট মেম্বার চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, সেই বৈঠকে এদিন সিদ্ধান্ত হয় দিনের দিনই হবে এই বছরের বসন্ত উৎসব। তার জন্য সমস্ত ধরনের সাহায্য করবে জেলা প্রশাসন। তবে স্থান পরিবর্তন হতে চলেছে এ- বছর। চিরাচরিত প্রথা অনুযায়ী যেখানে হওয়ার সেখানে হচ্ছেনা। তার জায়গায় পূর্ব পল্লী পৌষমেলার মাঠে বসন্ত উৎসব হতে চলেছে।যেহেতু গত বছর বসন্ত উৎসবে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়ে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। এছাড়াও উপস্থিত পর্যটকদের নিরাপত্তাজনিত সমস্যা হয়েছিল।সেই কথা মাথায় রেখে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top