আইলিগে মোহনবাগানের শূন্যস্থান পূরণ করতে এল দিল্লির এক ক্লাব

আইলিগে মোহনবাগানের শূন্যস্থান পূরণ করতে এল দিল্লির এক ক্লাব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১২ ফেব্রুয়ারি, আর এটিকে-সংযুক্তির জোরেই আইলিগ নয়, আপাতত আইএসএল খেলার প্রস্তুতি নিচ্ছে মোহনবাগান। আগামী মরশুম থেকেই শীর্ষ লিগের সম্মান পাচ্ছে আইএসএল। সেই লিগেই এবার খেলছে মোহনবাগান।বর্তমানে আইলিগ তালিকায় শীর্ষস্থানে মোহনবাগান। ফের একবার তাই আইলিগ জয়ের স্বপ্ন দেখছেন ভক্তরা।

আর আইলিগে মোহনবাগানের শূন্যস্থান পূরণ করতে উঠে এল দিল্লির এক ক্লাবের নাম। সুদেভা এফসিকে মোহনবাগানের পরিবর্তে হয়ে ওঠার প্রস্তুতি নীল। মঙ্গলবারেই আইলিগে খেলার জন্য বিড জমা দিল দিল্লির এই ক্লাবটি। যদিও এতদিন দিল্লির কোনও ক্লাব আইলিগে খেলেনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মরশুম থেকেই সুদেভাকে দেখা যেতে পারে আইলিগে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top