
নিজস্ব সংবাদদাতা,বীরভূম, ১৩ ই ফেব্রুয়ারি : গোয়ালপাড়া থেকে কোপাই নদী পর্যন্ত যাওয়া একটি ক্যানেল বন্ধ করে রাস্তা করার অভিযোগ উঠল জমির দালালদের বিরুদ্ধে। পঞ্চায়েতের পক্ষ থেকে ১০০ দিনের কাজ হচ্ছিল ক্যানেল সংস্কার, জমির দালালরা সেই মাটি দিয়ে ক্যানেল বুঝিয়ে রাস্তা করে নিয়েছিল।
গ্রামবাসীরা সরাসরি অভিযোগ জানায় রুপপুর গ্রাম পঞ্চায়েতের। রুপপুর গ্রাম পঞ্চায়েতর পক্ষ থেকে এই কাজ বন্ধ করে দেয়া হলো এবং ক্যেনেলকে পুনরায় পুরনো রূপে ফিরিয়ে দিল পঞ্চায়েত। যদিও জমির দালাল আশেপাশে জমি গুলিকে বিক্রি করার জন্যই এই রাস্তাটি বানাচ্ছিল বলে অভিযোগ।ক্যানেল বন্ধ হয়ে গেলে আশেপাশের জমির চাষাবাদ বন্ধ হয়ে যাবে বলে দাবি চাষীদের।



















