
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা, ১৩ ই ফেব্রুয়ারি : প্রেমিকের মৃত্যুতে শোকাহত হয়ে কলেজের প্রথম বিভাগের ছাত্রী আত্মঘাতী। জগদ্দলন থানার শ্যামনগর নেহেরু মার্কেট এলাকার উদয়নগরের বাসিন্দা শুক্লা ঘোষ(১৭)। নৈহাটির ঋষি বঙ্কিম কলেজের প্রাতঃ বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। দিন পনের আগে বেড়াতে গিয়ে সমুদ্রগড় এলাকায় পুকুরে পরে গিয়ে তার প্রেমিক গৌরব পাল মারা যায়।সেই খবর পৌঁছতেই সে ভেঙে পরে।পরিবারের লোকজন, প্রতিবেশীরা তাকে বোঝানোর চেষ্টা করছিলেন, গতকাল সবার অলক্ষ্যে ঠাকুর ঘড়ে গলায়,দড়ি দিয়ে আত্মঘাতী হয়।ঘটনায় এলাকায় শোকের ছায়া পরিবার ও প্রতিবেশীদের।



















