
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা, ১৩ ই ফেব্রুয়ারি :হাবরা স্বর্ণ ব্যবসায়ীকে দোকানে ঢুকে হেনস্থার অভিযোগে তিন বিজেপি নেতাকে আটক করল হাবড়া থানার পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার বারাসাত আদালতে পাঠানো হয়।
মঙ্গলবার রাতে নাগরিক পঞ্জি নিয়ে বিজেপি নেতৃত্বরা দোকানে দোকানে লিফলেট বিলি করতে গিয়ে হাবরা বাজারের স্বর্ণ ব্যবসায়ী অভিজিৎ কর্মকারের দোকানে নির্মল কর্মকারের সঙ্গে হাতে পায়ে জড়িয়ে যায় বিজেপি কর্মী সমর্থকরা। তারই অভিযোগে হাবড়া থানার পুলিশ বুধবার রাতে বাসুদেব রায় রঞ্জিত সাহা ও সঞ্জয় দাস কে গ্রেফতার করে।
ধৃত তিন অভিযুক্তকে বৃহস্পতিবার বারাসাত আদালতে পাঠানো হয়।
যদিও অভিযুক্তদের দাবি তারা বিজেপি করা অপরাধী ফাঁসানো হয়েছে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পুলিশ দিয়ে ফাঁসিয়েছে তাদের



















