
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা, ১৩ ই ফেব্রুয়ারি : বসিরহাট মহকুমার বসিরহাট থানার ভারত-বাংলাদেশ সীমান্তে নাকুয়াদহ থেকে আজ বৃহস্পতিবার ভোররাতে দুই কুখ্যাত দুষ্কৃতী সঞ্জয় সিং, ও রবিউল ইসলামকে, গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয়েছে গুলিভর্তি দু’টি রিভলবার, ও ১০ লিটার তরল মাদক। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার কঙ্কর প্রসাদ বারুই, অতিরিক্ত পুলিশ সুপার চন্দন ঘোষ, এসডিপিও অভিজিত সিনা মহাপাত্র, আইসি প্রেমসিস চট্টরাজ এর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে সীমান্ত লাগোয়া গ্রাম নাকুয়াদহ থেকে দুই দুষ্কৃতী গ্রেফতার করে ।এদের বিরুদ্ধে ছিনতাই-রাহাজানি, সমাজ বিরোধী ও মাদক পাচারের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে পুলিশের খাতায়। জেলার একাধিক থানায় অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। ধৃত দুই দুষ্কৃতীকে আজ বৃহস্পতিবার বারাসত আদালতে তোলা হয়।



















