
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগণা, ১৩ ই ফেব্রুয়ারি : একগুচ্ছ দাবি নিয়ে ক্যানিং এর বঙ্কিম সরদার কলেজে প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ দেখালেন কিছু ছাত্ররা। কলেজের কমন রুম, কেরিয়ার গাইড সংক্রান্ত অ্যাপের জন্য নেওয়া বাড়তি ফিস, সকাল নটা কুড়িতে কলেজ শুরুর বিরোধিতা সহ বেশ কিছু দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ চলতে থাকে কলেজে। এদিন কলেজে সুন্দর মন নামক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান শুরুর আগেই বিক্ষোভ দেখাতে শুরু করে কিছু ছাত্র। এ নিয়ে অনুষ্ঠানে থাকা ছাত্র ছাত্রীদের সাথে বিরোধ ও বাঁধে বিক্ষোভ কারীদের। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর অবশেষে প্রিন্সিপাল তিলক চ্যাটার্জি আগামী মঙ্গলবার ছাত্রদের সাথে বৈঠকে বসার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে।



















