নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৪ ফেব্রুয়ারি, প্রেম দিবসের আগের রাতে আত্মহত্যার চেষ্টা প্রেমিক- প্রেমিকার। দুজনেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাবড়া হাসপাতালে।বাড়িতে মেনে নেয়নি মেয়ে এই সম্পর্ক।তাঁর জেরেই আত্মহত্যা করার পথই বেছে নীল এই যুগল।
মেয়ের বয়স কম অন্যদিকে যে ছেলের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক সেও বেকার দুই মিলিয়ে বছর সতেরোর নাবালিকার ভালোবাসার সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় পরিবার। পাশাপাশি মেয়েটির পরিবারের তরফে অন্য জায়গায় সম্বন্ধ দেখা চলছিল। তবে নাবালিকা একাদশ শ্রেণির পড়ুয়া ওই ছাত্রী এবং কলেজের প্রথম বর্ষের বছরের যুবকের চার বছরের ভালোবাসা সম্পর্কে ইতি টানতে রাজি নয়। তাই প্রেম দিবসের আগের রাতেই দুজনে একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল। বৃহস্পতিবার রাত ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার হরিণঘাটা থানার নগরউখড়া এলাকায়। বিষ খাওয়ার কথা জানতে পেরে নাবালিকা ও যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে তার বন্ধুরা। দুজনেই হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তবে নাবালিকার অবস্থা আশঙ্কাজনক হলেও বৃহস্পতিবার রাতের পরে নাবালিকার পরিবারের কেউ হাসপাতালে দেখতে পর্যন্ত আসেনি।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে নাবালিকাকে ভালো চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়া জরুরি ,তার অবস্থা আশঙ্কাজনক।