পরিণীতার পরে ফের নতুন এক ঘরানার ছবি দর্শকদের উপহার দিতে চলেছেন রাজ

পরিণীতার পরে ফের নতুন এক ঘরানার ছবি দর্শকদের উপহার দিতে চলেছেন রাজ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৫ ফেব্রুয়ারি, শুক্রবার শহরের এক রেস্তোরাঁয় রাজ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’ ছবির ট্রেলর প্রথমবারের জন্য সবার সামনে নিয়ে এলেন রাজ।নামের সঙ্গে তাল মিলিয়েই যে ছবির গল্প, তার আঁচ পাওয়া গিয়েছিল আগেই। হিন্দু-মুসলমান ভেদাভেদ, ধর্ম-রাজনীতিকেই বিষয় বানিয়ে ছবি তৈরি করেছেন রাজ।

এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির অভিনেতারা। রাজ, শুভশ্রী ছাড়াও হাজির ছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত এবং পার্ণো মিত্রও। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সোহম এবং ঋত্বিক, কিন্তু এদিন অনুষ্ঠানে তাঁরা ব্যস্ততার কারণে আসতে পারেননি। রাজ্ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’ মুক্তি পাচ্ছে আগামী মাসের ২০ তারিখ। ছবিতে গর্ভবতী মুন্নির চরিত্রে অভিনয় করছেন খোদ পরিচালক ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শাবানার চরিত্রে দেখা যাবে পার্ণো মিত্রকে। স্বাতিলেখা থাকছেন মায়ের চরিত্রে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top