রবিবার থেকে শুরু হচ্ছে রাজ্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

রবিবার থেকে শুরু হচ্ছে রাজ্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৫ ফেব্রুয়ারি, রবিবার থেকে শুরু হচ্ছে কল্যাণ আবাস সমূহের আবাসিকদের দু’‌দিন ব্যাপী রাজ্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করল।এবছর ষষ্ঠ বছরে পদার্পণ করছে এই প্রতিযোগিতা। সারা রাজ্য থেকে প্রায় ৮৫০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেবে। রবিবার বিকেল ৪টের সময় বিধাননগরের বিডি প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের সূচনা হবে।

ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে এদিন সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন থাকছে। সাংস্কৃতিক প্রতিযোগিতায় থাকছে অঙ্কন, দলগত নৃত্য ও একাঙ্ক নাটক। কল্যাণ আবাস সমূহের প্রায় ১৪০ জন আবাসিক এই প্রতিযোগিতায় অংশ নেবে। ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিধাননগরের আইবি ক্রীড়াপ্রাঙ্গণে শুরু হবে ক্রীড়া প্রতিযোগিতা। জানা গিয়েছে, ক্রীড়া প্রতিযোগিতায় ৩৪টি বিভাগে অংশ নেবে ৭২০ জন আবাসিক। শব্দদূষণ এড়ানোর জন্য প্রতিযোগিতাটি ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডের মাধ্যমে পরিচালনা করা হবে। লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি ও প্রাক্তন ফুটবলার সুভাষ ভৌমিক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top