নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৬ ফেব্রুয়ারি, উত্তর ২৪ পরগনার বাগদা থানার রনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার ডহর প্রথা গ্রামের পৌলোমী বিশ্বাস নামে (বছর ১৯) দ্বিতীয় বর্ষের ছাত্রী বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে রানাঘাট অঞ্চল তৃনমূলের সভাপতি শুভেন্দু মন্ডলের নামে। অভিযোগ পৌলোমীকে একাধিকবার কুপ্রস্তাব দিয়েছে এই যুব তৃণমূল নেতা এবং তার স্ত্রী এই যুবতীকে গতকাল মারধর করে বলেও অভিযোগ। অভিযোগ পেয়ে যুব তৃণমূল নেতা শুভেন্দু মণ্ডলকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। যুব তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই বাগদা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে।
রানাঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম মন্ডল দাবি করেন শুভেন্দু মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের অনুগামী। শুভেন্দু বিরুদ্ধে অভিযোগ তুলে নেবার জন্য ওই যুবতীকে ফোন করেছিলেন গোপা রায় এবং শুভেন্দুকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাবার জন্য তদবির করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। এ-অঞ্চলে তৃণমূল সভাপতি সমস্ত অভিযোগ ভুল বার্তা বলে দাবি করেন পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় lবাগদা পূর্ব চক্র তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ সাহা জানান, “গতকাল যুবতী আমাদের কাছে অভিযোগ জানিয়েছেন। আমি চাই আইন আইনের পথে চলুক এবং দোষীর শাস্তি হোক”।