নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১৬ ফেব্রুয়ারি, চুরি ও হারিয়ে যাওয়া ১৫টি মোবাইল উদ্ধার করে সঠিক মালিকদের হাতে তুলে দিলেন কুলটি থানার পুলিশ। সাথে ৩টি মোবাইল টাওয়ারের ব্যাটরি ও আনুমানিক লখ্যাধিক টাকার সোনা ও রুপোর গহনা।নগদ ৫২০০ টাকা উদ্ধার করে মালিকদের হাতে তুলেদেন আজকে কুলটি থানার পুলিশ।
এদিন হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া জিনিস পেয়ে খুশি মালিকরা।কুলটি থানার আধিকারিক সোমনাথ ভট্টাচার্য্য দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় ৬৫টি মোবাইল উদ্ধার করে বাসিন্দাদের হাতে তুলে দেন। পুলিশের এরকম কাজে খুশি সাধারণ মানুষ।