নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৭ ফেব্রুয়ারি, বেআইনি ব্রাউন সুগার পাচারের অভিযোগে দুই কলেজ পড়ুয়াকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। তাদের মধ্যে একজন মহিলা পড়ুয়া। রবিবার সন্ধ্যায় ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মালদা শহরের কানি মোর এলাকায় হানা দিয়ে ব্রাউন সুগার সহ এই দুই জন কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার করে। ধূতদুই পড়ুয়ার নাম রিঙ্কি সিংহ ও রাজু মন্ডল।রিঙ্কির বাড়ি পুরাতন মালদার সদরঘাট এলাকায়। অপর জন রাজুর বাড়ি কালিয়াচক থানার দুইশত দিঘি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ৫০০ গ্রাম বেআইনি ব্রাউন সুগার, দুটি মোবাইল এবং টো০০ টাকার ভারতীয় নোট।রিঙ্কি গৌড় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী অন্যদিকে রাজু সাউথ মালদা কলেজের ছাত্র। তারা কলকাতার কোন এক ব্যক্তির কাছে ব্রাউন সুগার গুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ঠিক সে-সময় গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ তাদের দু’জনকেই মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ।