
নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২১ ফেব্রুয়ারি, “৩৪ বছর বামফ্রন্ট সরকারে শাসনে থাকলেও এই ৩৪ বছর অনেক মিউনিসিপালিটি আছে যেখানে বিরোধীরা ছিলেন, বিরোধীদের মর্যাদা সম্মান যদি ছিল তাহলে আমাদের আমলেই ছিল”, রাজ্যজুড়ে পুরসভা ভোটের আগে ঠিক এভাবেই বর্তমান তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
শুক্রবার তিনি বীরভূমের সিউড়িতে আসেন আন্তর্জাতিক ভাষা দিবসের একটি অনুষ্ঠানে। আন্তর্জাতিক ভাষা দিবসের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সিউড়ি সিপিআইএম কার্যালয়ে। অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরো ভোট নিয়ে বর্তমান তৃণমূল সরকারকে কটাক্ষ করেন।
তিনি বলেন, “আমরাই নির্বাচনের আইন বদলে সংরক্ষণের ব্যবস্থা করেছিলাম।সুব্রত মুখার্জি যখন কলকাতার মেয়র হলেন তখন তিনি যে মেয়রের গাড়িতে চড়লেন সেই গাড়িতে চড়তে পেরেছিলেন আমাদের জন্যই। বামপন্থীরাই একমাত্র বিরোধীদের যথাযোগ্য মর্যাদা দিয়েছে। রাজ্যে বামফ্রন্ট ৩৪ বছর শাসনের থাকলেও এই সময়ে রাজ্যের বেশ কতকগুলি মিউনিসিপ্যালিটি ছিল যেগুলিতে বিরোধীরা তাদের শাসন চালিয়েছিলেন এবং ৩৪ বছর শাসন চালিয়েছিলেন।”
এরপরেই তিনি তৃণমূল সরকারকে কটাক্ষ করে বলেন, “আজ সব উল্টে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী শূন্য পঞ্চায়েতের ডাক দিয়েছিলেন। আর সেই ডাকে কিভাবে বীরভূমে বিরোধী শূন্য পঞ্চায়েতে কায়েম হয়েছে তা সবাই দেখেছেন। এই সরকার বিরোধীদের মর্যাদা না দিয়ে বিরোধী শূন্য করতে চাই। রাজ্যের মুখ্যমন্ত্রী ও তার দলের কর্মকান্ড সবই গণতন্ত্রের বিরুদ্ধে।”



















