
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২২ ফেব্রুয়ারি, শিবরাত্রি উপলক্ষে দুর্গাপুরের ঐতিহ্যবাহী রাঢ়েস্বর শিবমন্দিরে সকাল থেকেই লম্বা লাইন।যুবতীরা এবং বিবাহিত মহিলারা সকাল থেকেই শিবের মাথায় জল ধালার জন্য আসছেন।
সন্ধ্যা থেকে ভিড় উপচে পড়ছে মন্দির চত্বরে।শিবরাত্রিকে কেন্দ্র করে রাঢ়েস্বর শিবমন্দিরে চত্বরে বসেছে মেলা।মন্দিরের পূজারীরা জানান প্রত্যেক বছরই শিবরাত্রিকে কেন্দ্র করে দূর দুরান্তের মানুষ শিবের মাথায় জল ঢালতে এবং পূজা দিতে মন্দিরে আসেন।ঝুট ঝামেলা এড়াতে মোতায়েন রয়েছে কাঁকসা থানার পুলিশ।সন্ধ্যা থেকে ফুলঝোরের এক পরিবার ৩০০০মানুষের জন্য লুচি তারকা খাওয়ানোর ব্যাবস্থা করেছেন।সেখানেও ভক্তরা ভিড় জমাচ্ছেন।



















