
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২২ ফেব্রুয়ারি, গত ১৯ তারিখ গৃহবধূর খুনের অভিযোগ উঠে আসে শ্বশুরবাড়ির বিরুদ্ধে।তারপর অভিযুক্ত স্বামী,শাশুড়ি ও শশুরের ফাঁসির দাবিতে নিউটাউন থানায় এলাকার লোকজনের বিক্ষোভ শুরু হয়।মোমবাতি জ্বালিয়ে এদিন বিক্ষোভে সামিল হন সকলে।
জানা যায়, গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় স্বামী,শশুর ও শাশুড়ি।ঘটনাটি নিউটাউন গৌরাঙ্গ নগরে।রান্না করা নিয়ে দুজনের মধ্যে বচসার জেরে এরাও ঘটনা ঘটেছে, এমনটাই অনুমান করাযায়।গোটা ঘটনার তদন্তে নিউটাউন থানার পুলিশ।



















