নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২৩ ফেব্রুয়ারি, বীরভূমের লাভপুরের বাসিন্দা বলরাম ঠাণ্ডার। দিন কয়েক পরেই রয়েছে তার মেয়ের বিয়ে। বিয়ের জন্য আত্মীয়-স্বজনদের নেমন্তন্ন করতে বেরিয়েছিল এদিন সকালে। পরিবারের দাবি দুপুর নাগাদ থানা থেকে তাদের ফোন করে জানানো হয় আত্মহত্যা করেছে বলরাম বাবু। বীরভূমের পারুই থানার অন্তর্গত পাহাড়পুর গ্রামের কাছে একটি জঙ্গলে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই ব্যক্তি।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য আনা হয়েছে সিউড়ি সদর হাসপাতালে। সিউড়ি সদর হাসপাতালে তাদের এক আত্মীয় দাবি করেন বিয়ের জন্য পর্যাপ্ত টাকা পয়সা জোগাড় করতে না পেরে উঠাই মানসিক অবসাদে ছিলেন বলরাম বাবু। আর সে কারণেই হয়তো আত্মহত্যা করেছে। ওই ব্যক্তি আরো জানান হয়তো কোন লোককে টাকা পয়সা ধার দিয়ে রেখেছিল প্রয়োজনের সময় সেই টাকা পাচ্ছিল না, সে কারণেই এমনটা করেছে। যদিও সমস্তটাই খতিয়ে দেখছে পুলিশ।