ইছামতি নদীতে সাদা ডলফিন দেখতে উপচে পরছে ভিড়

ইছামতি নদীতে সাদা ডলফিন দেখতে উপচে পরছে ভিড়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ২৩ ফেব্রুয়ারি, বসিহাট মহাকুমার বাদুড়িয়া থানার খড়গাছি ইছামতি নদীতে ঘটনা। প্রায় সাত ফুট লম্বা বিরল প্রজাতির সাদা ডলফিন দেখতে উপচে পড়ছে ভিড়। মৎস্যজীবীদের একাংশের অনুমান খাবারের সন্ধানে বঙ্গোপসাগর থেকে হয়তো দিক ভুল করে নদীতে ঢুকে পরেছে। এর আগে এসব নদীতে কালো রংয়ের ডলফিন দেখা গেল এই প্রথম কোন সাদা ডলফিন ইছামতি নদীতে দেখা মিলল এই প্রথম মনে করছে মৎস্যজীবীরা।

মৎস্যজীবীরা গতকাল শনিবার বিকেল থেকে প্রথমে মৎস্যজীবীদের নজরে পরে। তারপর থেকে ওই নদী সংলগ্ন এলাকা থেকে কিছুতেই ডলফিন টা জায়গা পরিবর্তন করছে না। তার মূল গন্তব্যে যেতে পারছেনা। তার একটাই কারণ সাগর থেকে ভুল করে ঢুকে পরেছে নদীতে। স্থানীয় বাসিন্দা ইছামতীতে ডলফিন দেখা যাচ্ছে এই মুখে মুখে প্রচার হতেই। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমিয়েছে পর্যটকরা। সবমিলিয়ে নদীতে ডলফিন দেখতে যেমন উপচে পরছে ভিড়। অন্যদিকে এই বিরল প্রজাতির ডলফিন যেন ক্ষতিগ্রস্ত না হয় ।তার জন্য সব রকম ভাবে চেস্টা করছে মৎস্যজীবী থেকে গ্রামবাসীরা। ইতিমধ্যে গ্রামবাসীর পক্ষ থেকে বসিরহাট বনদপ্তর কে খবর দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top