নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২৫ ফেব্রুয়ারি, গ্রামে থাকতে গেলে তৃণমূল করতে হবে, না হলে গ্রাম ছাড়তে হবে, ফরমান তৃণমূল নেতা নিখিল নায়েকের। দীর্ঘদিন ধরে এক আদিবাসী মহিলা ও তার ছেলেকে নানা ভাবে অত্যাচার করছে কমলপুর গ্রামের নেতা নিখিল নায়েক সহ তার পরিবার। পুলিশকে জানিয়েও কোন লাভ হয়নি। দীর্ঘদিন ধরে প্রানে মারার হুমকি দিচ্ছিল ওই তৃণমূল নেতা, এমনই অভিযোগ করেন আদিবাসী মহিলা ও তার ছেলে। গতকাল ওই আদিবাসী মহিলা নীলমনি মাড্ডি ও তার ছেলে রঞ্জন মাড্ডিকে ব্যাপক মারধোরের করে তৃণমূল নেতার কয়েকজন কর্মী।
গুরুতর আহত অবস্থায় নীলমনি মাড্ডিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রঞ্জন মাড্ডির অভিযোগ, গতকাল পুলিশের সামনেই তাকে মারধর করে নিখিল নায়েকের দলবল। বিকেলের দিকে ফের একবার তাদের বাড়ীতে হামলা চালিয়ে মা নীলমনিকে মারধোর করা হয়। তাদের জমি বাড়ীর দখল নিতে চাইছে ওই তৃণমূল নেতা, এমনই অভিযোগ রঞ্জন মাড্ডির।