তিরিশ বছর পর বৃদ্ধকে ফিরে পেল পরিবার, সৌজন্যে হ্যাম রেডিও

তিরিশ বছর পর বৃদ্ধকে ফিরে পেল পরিবার, সৌজন্যে হ্যাম রেডিও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ২৫ ফেব্রুয়ারি, মাঝে কেটে গিয়েছে ৩০ বছরেরও বেশি সময়। সেদিনের তরতাজা যুবক আজ ৬০ বছরের বৃদ্ধ।তবে বহুদিন অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ঘুরে বেড়ানোয় আরো বেশি বয়স্ক মনে হচ্ছে। চোখের জ্যোতি এখনোও কমে যায়নি, নিজের ভাইদের দেখে দু’একটি কথা বলার পরে কান্নায় ভেঙে পড়লেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মাস দেড়েক আগে অশোকনগর স্টেশনের উপর থেকে তাকে স্থানীয় ক্লাবের সদস্যরা ও কিছু রেলযাত্রী জখম অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে। তখন তার নাম পরিচয় না পাওয়া গেলেও মানবিক হয় বৃদ্ধর চিকিৎসা শুরু করে ডাক্তারেরা। তেমনি সেবা-শুশ্রূষা করে হাসপাতালের সেবিকারা। শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও সেভাবে নাম ঠিকানা কিছুই বলতে পারছিলেন বছর ষাটের এই বৃদ্ধ।তাই গত রবিবার হাসপাতালের সুপার সোমনাথ মন্ডল যোগাযোগ করে হ্যাম রেডিওর সঙ্গে। এরপর হ্যাম রেডিওর কর্মীরা বৃদ্ধর ছবি ও গলার কণ্ঠস্বর এবং আধার বলা তার সম্ভাব্য নাম সোশ্যাল মিডিয়া মারফত ছড়িয়ে দেয় দেশের বিভিন্ন প্রান্তে থাকা হ্যাম রেডিওর কর্মীদের কাছে। গতকালই খোঁজ পাওয়া গেল পরিবারের।

জানা গিয়েছে ৩০ বছরেরও বেশি বছর আগে বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া এই বৃদ্ধর নাম জয়গোবিন্দ বিন্দ, বাড়ি বিহারের রতাস জেলার শিবসাগর থানা এলাকায়। মঙ্গলবার অশোকনগর হাসপাতালে জয়গোবিন্দ এর দুই ভাই বাবন বিন্দ ও মুখরাম বিন্দ ও তাদের এক জামাতা দারোগা বিন্দ অশোকনগরে বৃদ্ধকে নিতে আসে।হাসপাতাল থেকে অশোকনগর থানাতেও খবর জানানো হয়। পরে পুলিশের উপস্থিতিতে বৃদ্ধকে নিয়ে যায় তার পরিবার ।যেভাবে একজন অচেনা মানুষকে পরিষেবা দিয়ে সুস্থ করে তুলেছে হাসপাতালের ডাক্তার ও কর্মীরা তাতে খুশি পরিবারের লোকেরা। পাশাপাশি ধন্যবাদ জানায় পুলিশ প্রশাসন ও হ্যাম রেডিও কর্তৃপক্ষকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top