
২ মার্চ, বেশ কয়েক বছর পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রেমিকা।কিন্তু বিয়ে করতে রাজি নন প্রেমিক।জানা যায়, প্রেমিকার ওজন অতিরিক্ত বেড়ে যাওয়ায় সম্পর্ক ছেদ করেন প্রেমিক।এরপর রগে-দুঃখে প্রেমিকার মধ্যে জেদ চাপে।ওজন কমাতে শুরু করেন তিনি।যেমন কাজ তেমন ফল।ওজন কমিয়ে সেরা সুন্দরীর মুকুট জয় করেন তিনি।
ঘটনাটি ব্রিটেনের।২৬ বছরের জেন আটকিন-এর সঙ্গে তাঁর প্রেমিকের সম্পর্ক গড়ে ওঠে ২০১১ সালে।সেসময় জেনের ওজন ছিল ২০৩ পাউন্ড অর্থাৎ ৯২ কেজি।২০১৫ সালে যখন প্রেমিকা বিয়ের সিদ্ধান্ত নেন তখন তাঁর বয়স বেড়ে দাঁড়ায় ১০৮ কেজি।প্রেমিকার ওজন এরূপ বাড়তে দেখে ক্ষিপ্ত হন প্রেমিক।তাঁর জেরে বিয়ে তো দূরের কথা জেনের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করতে চান।
ঘটনায় ভেঙে পড়েন জেন। জীবন শেষ হয়ে গিয়েছে ভেবে কয়েক সপ্তাহ নিজের ঘরে বন্দি করে নেন নিজেকে। কিন্তু তারপর ওজন কমানোর জন্য কঠোর পরিশ্রম শুরু করেন তিনি। খাদ্যাভাসে আনেন ব্যাপক পরিবর্তন, সাথে ব্যামের দ্বারা দু’বছরের মধ্যে ওজন কমিয়ে ফেলেন ১১২ পাউন্ড অর্থাৎ ৫১ কেজিতে। ২০১৯-২০ সালের মিস গ্রেট ব্রিটেন প্রতিযোগিতায় ৭৫তম হওয়ার মুকুট জেতেন তিনি।ওজন কমাতে তাঁর শরীর হয়তো পরিবর্তিত হয়েছে। কিন্তু ব্যক্তিত্বের কোনও পরিবর্তন হয়নি। এটিই তাঁকে সেরার মুকুট জয়ে সাহায্য করেছে, এমনটাই মনে করেন জেন।সেরা সুন্দরীর মুকুট জিতে স্বভাতবই উচ্ছ্বসিত জেন।



















