
২ মার্চ, রাস্তায় রাখা কফিন বন্দি দেহ আর সেই দেহের সামনে টেনে হিচড়ে বাবাকে বেধড়ক মারছে পুলিশ।এমনি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জোর চলছে বিতর্ক।তেলেঙ্গানার শিউরে ওঠার মতো সেই দৃশ্য, নিরাপত্তারক্ষী পুলিশের উপর বড়সড় প্রশ্ন তুলে ধরছে।
গত কয়েক মাস ধরেই বারবার পুলিশের কাজে অসুন্তষ্টি বহু দেশবাসী।ফের একবার সেই একই ছবি ধরা পড়ল।
এতটা অমানবিক কিকরে একটা পুলিশ হতে পারে, প্রশ্ন সকলের।জানা গিয়েছে, হোস্টেল থেকে ছুটি না পেয়ে আত্মহত্যা করে ১৬ বছরের কিশোরী।তাঁর মৃতদেহ নিয়ে যাওয়ার সময় কফিনে ধাক্কা মারে পুলিশ।সেইসময় পথ আটকে দাঁড়ান তাঁর বাবা।বাবাকে সরাতেই বাবার উপর অমানবিক অত্যাচার পুলিশের।ইতিমধ্যে অভিযুক্ত পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।পুরো ঘটনার তদন্ত চালানো হচ্ছে।



















