
৪ মার্চ, ক্রমশ বাড়ছে করোনা আতঙ্ক।বিশ্ব স্বাস্থ্য সংস্থা গায়ে কাঁটা ওঠার মতো একটি খবর প্রকাশ করল।৬৭টি দেশে নোভেল করোনা প্রাণ কেড়েছে প্রায় ৩১০০ জনের, আক্রান্ত প্রায় ৯১০০০। এই ভাইরাসের জেরে চিনে মৃত্যু প্রায় ৩০০০ ও ভারতে অন্তত ৬জন।বিশ্বজুড়ে এই ভাইরাসের প্রকট ক্রমশ চওড়া হচ্ছে।
জানা গিয়েছে, চীনের পর সবচেয়ে বেশি করোনাতে আক্রান্ত দক্ষিণ কোরিয়ায়।আমেরিকা, ব্রাজিল, কানাডা, মেক্সিকো, জার্মানি, ওয়াশিংটন-এসকল দেশে নতুন করে সংক্রমণের খবর পাওয়া গেছে।ভারতের জয়পুরে ইতালির এক পর্যটকের দেহে মিলেছে করোনা ভাইরাস।দিল্লি ও তেলেঙ্গানায় দুজনের দেহে এ-ভাইরাসের উপস্থিতি মিলেছে।তাই ভারতীয়দের ইরান, ইতালি, কোরিয়া সিঙ্গাপুর সোহো আরও যেসব দেশে এই ভাইরাসের আতঙ্ক রয়েছে সেসব দেশে সফর করার নিষেধাজ্ঞা দিয়েছেন স্বাস্থমন্ত্রী হর্ষবর্ধন।সাথে চীন, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালির নাগরিকদের ভিসা ও ই-ভিসা দেওয়ার পক্রিয়া স্থগিত রাখা হয়েছে।



















