নিজস্ব সংবাদদাতা, নদিয়া, ১৩ মার্চ, ৩৪ নং জাতীয় সড়কে দুটি লড়ির মুখোমুখি সংঘর্ষে প্রান গেল দুজনের ও গুরুতর আহত হল আরও দুজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নদিয়ার ৩৪ নং জাতীয় সড়ক শান্তিপুর – ফুলিয়া বাইপাসে।
স্থানীয় এক প্রতক্ষ্যদর্শী চঞ্চল অধিকারী জানায়, এদিন সকালে বহরমপুরের দিক থেকে একটি পাথর বোঝাই লড়ি আসছিল অপরদিক থেকে অন্য একটি খালি লড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে।এই ঘটনায় স্থানীয় ও পুলিশ প্রশাসনের সহযেগিতায় তাদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষনা করে।এদের পরিচয় না জানা গেলেও এরা দুজনেই গাড়ির চালক, অনুমান করা গিয়েছে।অন্যদিকে গুরুতর আহত দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।ঘটনায় জাতীয় সড়কে যানজটে সৃস্টি হয় বেশকিছুক্ষনের জন্য।পরে পুলিশ তা স্বাভাবিক করে।খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন।উদ্ধারের কাজে তারা হাত লাগায়।ঘাতক গাড়ি দুটিকে ক্রেন দিয়ে শান্তিপুর থানায় নিয়ে আসা হয়।