নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৪ মার্চ,উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা হাসপাতালে জ্বর কাশি নিয়ে শুক্রবার বিকেলে ৫ টায় ভর্তি করা হয় এক বৃদ্ধকে ।নাম গৌতম মুখোপাধ্যায় (৭৪ )বছরের , বাড়ি বনগাঁর মোস্তাফি পাড়ায় l বৃদ্ধর উপসর্গ দেখে সন্দেহ হাওয়ায় তাকে বেলেঘাটা আই ডি হাসপাতালে স্থানান্তর করার কথা বলা হয় কিন্তু কোনো এম্বুলেন্স যেতে রাজি না হাওয়ায় তাকে স্থানান্তর করা সম্ভব হয়নি l হাসপাতাল কতৃপক্ষ প্রশাসনিক কর্তাদের জানিয়েছেন নমুনা ইতিমধ্যেই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে হাসপাতাল ।