নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ১৪ মার্চ,আবারো বিতর্কে ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ। প্রোমোটারদের পর এবার দলীয় কর্মীদেরকে তোলাবাজির অর্ধেক টাকা নিজের কার্যালয়ে দিয়ে যাওয়ার জন্য হুমকি ফোন তার। এর পাশাপাশি তাকে মারধরও জেল খাটানো হুমকি দেয় কাইজার।ঘটনার পর আতঙ্কিত হয়ে ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন খয়ের ঘরামি।
কাইজার আহম্মেদ এই বিষয়ে কিছু বলতে না চাইলেও, খয়ের ভাঙড় থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।