নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ১৫ মার্চ, পাথরপ্রতিমায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের পশ্চিম দারোগাপুর এলাকায়। মৃত যুবকের নাম সৌরভ গিরি (বয়স ১৮)
মৃত যুবকের পরিবার সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগেই সৌরভ উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গের পাথরপ্রতিমা নিজ বাড়িতে ছুটি নিয়ে আসে।।কর্মসূত্রে সে উড়িষ্যায় একটি ঠিকাদারি কাজে কর্মরত ছিল। গতকাল রাত আনুমানিক ১০ টা থেকে ১২ টার মধ্যে বিষ খেয়ে আত্মহত্যা করে। ঘটনার সময় বিষ খাওয়ার কথা পরিবারের লোক জানতে পারায় তড়িঘড়ি করে কাকদ্বীপে আত্মীয়র বাড়ি ফোন করে অ্যাম্বুলেন্স পাঠানোর কথা বলে। বিষের পরিমাণ এতটা বেশি ছিল যে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে আসার পথেই যুবক মৃত্যুর কোলে ঢলে পড়ে।। এই ঘটনায় সৌরভের পরিবারের লোকজন মানসিকভাবে ভেঙে পরে।। সৌরভ ঠিক কি কারনে বিষ খেয়ে আত্মহত্যা করল তা পরিবারের লোক এখনো জানতে পারেনি। এখনও মৃত্যুর কারণ জানা যায়নি। মৃতদেহটি কাকদ্বীপ পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে সাথে তদন্ত শুরু করেছে পুলিশ।