নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৬ মার্চ, বিশ্বজুড়ে করোনার প্রকোপ ক্রমশ তাজা হচ্ছে। করোনার জেরে একের পর এক সকল স্কুল, কলেজ, অনুষ্ঠান, হাট সহ নানান প্রতিষ্ঠান বন্ধ হতে শুরু করে দিয়েছে।এই ভাইরাস থেকে নিজেকে দূরে রাখার জন্য সতর্কতা সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।সাথে মাক্স, স্যানিটাইজার রাখা অতি আবশ্যিক বলে মনে করেছেন ডাক্তাররা।করোনা ঠেকাতে প্রশাসনের বক্তব্যকে গুরুত্ব দেওয়া উচিত বলেও মনে করছেন সকলে। করোনার জেরে এবার বন্ধ হল যাদুঘর, ভিক্টোরিয়ার মত কলকাতার প্রাণকেন্দ্রের দর্শনীয় স্থানগুলি।
শুধু যাদুঘর, ভিক্টোরিয়া নয়, দেশের বিভিন্ন স্থানে দর্শকের প্রবেশ নিষেধ করা হচ্ছে। ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। নিকো পার্কে দর্শক প্রবেশ করলেও ঢোকার আগে হ্যান্ড স্যানিটাইজারে হাত সাফ করানো হচ্ছে দর্শকদের। এছাড়া কোনও রাইডে চড়লে তাও মুছে ফেলছেন পার্কের কর্মীরা।করোনাকে আটকাতে নানান পদক্ষেপ নিচ্ছেন সরকার।