নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১৬ মার্চ, করােনা আতঙ্ক গ্রাস করেছে বিশ্বকে। আর এই ভাইরাসের সংক্রমণকে ঠেকাতে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে শনিবার ঘােষণা করা হয় রাজ্যের প্রতিটি সরকারি হােক বা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেইমতাে সােমবার সিউড়ি বিদ্যাসাগর কলেজ কর্তৃপক্ষ কলেজের নােটিশ ঝুলিয়ে দেয় ৩১ তারিখ পর্যন্ত কলেজ বন্ধ থাকবে বলে। যদিও এদিন বেশ কয়েকজন কলেজ পড়ুয়াকে কলেজে আসতে।
করােনা আতঙ্কে হােস্টেল ছাড়ছেন পড়ুয়ারা বিশ্বজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে করােনাভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতে ইতিমধ্যেই স্কুল কলেজ হােস্টেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারিভাবে। আর সেইমতাে সােমবার সিউড়ি বিদ্যাসাগর কলেজের পাশে থাকা রবীন্দ্র ছাত্রাবাস থেকে ছাত্রাবাসে থাকা পড়ুয়াদের ছাত্রাবাস ছাড়তে দেখা গেল। সরকারি নির্দেশিকা অনুযায়ী তারা হােস্টেল ছাড়ছেন বলে জানান।
বেসরকারি নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। গাফিলতির অভিযোগ।
দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার স্টেশনের কাছে জীবনদীপ নার্সিংহোমে গতকাল সন্ধ্যায় সৌমেন বিশ্বাস (বয়স ২৫) পেটে ব্যাথা নিয়ে ভর্তি হয়। কিন্তু নার্সিংহোমের তরফ থেকে কোনো রকম কেয়ার নেওয়া হয়নি বলে অভিযোগ। যখন ব্যাথা বাড়ে তখন অন্তত্র স্থানান্তরিত করার কথা বললেও ছাড়া হয় নি। ডাক্তার চিকিৎসা না করাতেই এই যুবকের মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী ভাঙচুর করে। পুলিশ মৃদু লাঠিচার্জ করে। নার্সিংহোম কতৃপক্ষ এই বিষয়ে মুখ খুলতে চায়নি।তবে দুর্গাপুর নার্সিংহোম ওনার্স এসোসিয়েশনের সভাপতি সূর্য কেসের বক্তব্য, নার্সিংহোমের কোনো গাফিলতিতে মৃত্যু হয় নি। প্রায় পনেরো লাখ টাকার মত ক্ষয় ক্ষতি হয়েছে। সৌমেনের বাড়ি কোকওভেন থানা এলাকার রায়ডাঙ্গাতে। তার একটি ছয় মাসের কন্যা সন্তান আছে।