১৭ মার্চ, বিশ্বজুড়ে করোনার প্রকোপ। ইতিমধ্যে সেই আতঙ্ক সিনেমা জগতে বেশ প্রভাব ফেলেছে, বন্ধ হয়ে গিয়েছে সমস্ত শুটিং। হলিউডের টম হ্যাংকস এবং খ্যাতনামা জেমস বন্ড অভিনেত্রী ওলগা কুরিলেঙ্কোর পর এবার দুই জনপ্রিয় হলিউড অভিনেতাও এখন করোনার কোপে। ‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস’ অভিনেতা ইদ্রিস এলবা এবং ‘গেম অফ থ্রোনস’ খ্যাত ক্রিস্টোপার হিভজু দুজনেই এই করণাতে আক্রান্ত। সম্প্রতি ক্রিস্টোফার ও ইদ্রিস নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের COVID-19 সংক্রমণের কথা জানিয়েছেন।
৪৭ বছর বয়সি খ্যাতনামা ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার COVID-19 পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।তবে এখন তিনি যদিও শয্যাশায়ী নন, বরং পরিবার এবং বাকিদের কথা চিন্তা করে আলাদা রয়েছেন।সাথে তিনি সকলকে প্যানিক না করে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। অন্যদিকে ‘গেম অফ থ্রোনস’-এর ক্রিস্টোফার হিভজু সাবধানবাণী দিয়েছেন যে এই মারণরোগ আরও ভয়াবহ আকার নিতে চলেছে, কাজেই সবার উচিত সাবধানতা অবলম্বন করা। তিনি বলেন, ‘সবাইকে একসঙ্গে করোনার মোকাবিলা করতে হবে। জনগণের স্বার্থে সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে চলুন’।ইতিমধ্যে করোনা সংক্রমণে বিশ্বে মৃতের সংখ্যা প্রায় ৭ হাজার ১৫৮। আক্রান্ত প্রায় ১ লক্ষ ৬৪ হাজার ৮৩৭ জন। বিভিন্ন জায়গায় জারি হয়েছে জরুরি অবস্থা।