১৭ মার্চ, করোনার জেরে বিয়ের মণ্ডপে আসতে পারল না বর।বিয়ের জন্য দেশে ফিরবার কথা ছিল।কিন্তু করোনার প্রকোপে বিদেশ থেকে দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। দেশে ফিরলেও নানা বিধি নিষেধ পেরিয়ে আসতে দেরি হয়ে যেত। তাই পাত্রের আসা অনিশ্চিত হয়ে পড়ে।উপায় না দেখে ভিডিও কলের মাধ্যমে হল ইজাবে কবুল এবং নিকাহনামা।সায়েক আবুল নবির কন্যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল মহম্মদ আদনান খানের।
বিয়ের সকল আচার অনুষ্ঠান সম্পন্ন হল অনলাইনে। পরিবারের মত নিয়েই এই নিয়মে সমাপ্ত হল নিকাহপর্ব।ঘটনায় খুশি দুই পরিবার। পাত্র আদনান খান MBA, ৫ বছর ধরে থাকেন সৌদি আরবে। বিয়ের জন্য আসার কথা ছিল দেশে। তাই সকলের মত নিয়ে অনলাইনেই নিকাহ সেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হল। ডিজিটাল যুগে এইভাবেই নেটদুনিয়ার ওপর ভরসা রাখলেন পাত্র-পাত্রী।