নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ১৭ মার্চ, পুকুরের জলে পড়ে টোটো চালকের রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি।ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার গাজিপাড়া গ্রামে। মৃতের নাম, রেজাউল লস্কর (বয়স ৪৮)।জানা গিয়েছে ক্যানিং থানার মালিরধার গ্রামের বাসিন্দা রেজাউল লস্কর।
ঘটনার সূত্রে খবর, ক্যানিং থানার মালীরধার গ্রামের বাসিন্দা রেজাউল লস্কর পেশায় টোটো চালক। গতরাতে টোটো নিয়ে বেরিয়ে যায় রেজাউল। রাতে আর বাড়ি ফেরেনি সে এমনই জানায় পরিবার। পরদিন মঙ্গলবার সকালে ক্যানিং থানার গাজিপাড়া গ্রামে রাস্তার পাশে একটি পুকুরের ধারে মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এরপর তাকে পুলিশ উদ্ধার করে নিয়ে আসে ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসক দেখার পর রেজাউল-কে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ক্যানিং থানা পুলিশ। খুন না আত্মহত্যা তা তদন্ত শুরু করেছে পুলিশ।