নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ১৭ মার্চ, উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার সময় হাঁসকে বাঁচাতে গিয়ে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, আহত দুই পরীক্ষার্থী।পূর্ব বর্ধমানের কালনা মন্তেশ্বরে ঘটনাটি ঘটেছে।পূর্ব বর্ধমানের কালনার মন্তেশ্বর ভুরকুন্ডা বিএম ইন্সটিটিউশন দুই ছাত্রী রিক্তা সরকার ও কোনা দে দুজনে এই দুর্ঘটনায় আহত হয়। আহতদের পূর্ব বর্ধমানের কালনা মন্তেশ্বর প্রাথমিক হসপিটালে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়।
জানা যায়, এদিন সোমবার পরীক্ষা দিয়ে মোটরবাইকে বাড়ি ফিরছিল দুই ছাত্রী, মন্তেশ্বরের ও মালডাঙ্গা মাঝামাঝিতে একটি হাঁসকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে, বাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ২জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সহ মোটর বাইক চালক গুরুতর জখম হয়। তাদেরকে উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়।প্রাথমিক চিকিৎসার পর দুই পরীক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়।