নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ১৭ মার্চ, করোনা ভাইরাসের জেরে মার্কেটে মাস্ক অমিল কিন্তু সেই মাক্স সকলের জন্য আবশ্যিক হয়ে পড়েছে। কিন্তুকেন? তা জানতেই ওষুধের দোকানে কড়া নজরদারি রাখে প্রশাসন।
এদিন মঙ্গলবার বর্ধমান শহরে কল্যানী মার্কেটে ওষুধের দোকানে জেলা প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি চালানো হল।যাতে কোথাও কনোরকম কালোবাজারি না চলে সেই বিষয় খতিয়ে দেখার জন্য জেলা পুলিশের একটি বিশেষ টিম তারা পর্যবেক্ষণ করলেন।এরমধ্যে বর্ধমান শহরের বিভিন্ন ওষুধের দোকানে দোকানে শুরু হয়ে গিয়েছে নজরদারি।যেখানে বলা হয়েছে মাস্ক ও সেনিট্যারিন করোনা ভাইরাসের জন্য ব্যাবহার করতে কিন্তু মাস্ক ও স্যারিটারিনের অমিলের কারণে বিভিন্ন ওষুধের দোকানে বিক্রি হচ্ছে মাস্ক চড়া দামে। আর তাই বিভিন্ন ওষুধের দোকানে নজরদারি চালালেন জেলা পুলিশের একটি বিশেষ টিম এছাড়াও এদিন উপস্থিত ছিলেন সংশিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।