নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১৭ মার্চ, অজয় নদীতে হঠাৎ গতকাল রাতে বন্যায় ভেঙে পড়ে কাঁকসার শিবপুরের অস্থায়ী ব্রিজ। সোমবার সন্ধ্যার পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দুই জেলার যোগাযোগ ব্যবস্থা।হাজার হাজার মানুষ প্রত্যেকদিন জীবন ও জীবিকার তাগিদে দুই জেলায় যাতায়াত করেন তাদেরও ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে।
আজ অর্থাৎ মঙ্গলবার বীরভূমের একটি হাটে জীবন ও জীবিকার তাগিতে বহু ব্যবসায়ীরা আসেন।ব্রিজ ভেঙে যাওয়ায় তাদেরও ব্যাপক সমস্যায় পড়তে হয়। যদিও কৃষ্ণপুর বাজার কমপ্লেক্সে মানুষজন হাট বসিয়েছেন। বেচা-কেনা হচ্ছে তবে জয়দেবের হাটের মত বেচা-কেনা হচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা। ক্রেতা দেরও ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। বিদবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য জানিয়েছেন কাউকে না জানিয়েই হঠাৎ করে জল ছেড়ে দিয়েছে ঝাড়খন্ডে সিকাটিয়া জলাধারে।