নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১৭ মার্চ, ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপি নেতাকর্মীদের মারধরের অভিযোগ বনগাঁ বিজেপি সাংসদ শান্তনু শিবিরের বিরুদ্ধে। এই ঘটনায় মলদ মণ্ডল, বাবলু দাস ( বিজেপি মেম্বার), কালীপদ ভৌমিক( প্রাক্তন জিএস), দূলাল দেব সমদ্দার, অনুব বিশ্বাস বিজেপি মেম্বার) সহ মোট পাঁচ জন আহত হয়েছেন। যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ঠাকুরনগর ঠাকুরবাড়ি এলাকায়।
সূত্রের খবর, করোনা ভাইরাস এর জন্য ঠাকুরনগরের বারুণী মেলা এবছর বন্ধ রাখার জন্য গত রবিবার বিজেপির একটি গোষ্ঠী সাধারণ মানুষের সাক্ষর সংগ্রহ করে এবং স্টেশন চত্বরে মাইক বেঁধে প্রচার করে। পরবর্তীতে তারা প্রশাসনের বিভিন্ন স্তরে একটি ডেপুটেশন দেয়। আজ ঠাকুর বাড়িতে তারা গিয়েছিল প্রাক্তন সাংসদ মমতা ঠাকুরের কাছে মেলা না হওয়ার জন্য একটু ডেপুটেশন জমা দিতে। অভিযোগ ডেপুটেশন জমা দিয়ে ঠাকুর বাড়ি থেকে বেরোতেই শান্তনু ঠাকুর শিবিরের কুড়ি থেকে ২৫ জনের একটি টিম তাদের গাড়িতে হামলা চালায়। এই ঘটনায় পাঁচজন আহত হয়েছেন চার মধ্যে মলয় মন্ডল নামে এক বিজেপি কর্মী গুরুতর জখম। তার কানে সেলাই পড়েছে।