‌করোনা এবার প্রভাব ফেলল পর্যটনেও, বন্ধ করে দেওয়া হল দেশ–বিদেশের মন্দির–মসজিদ–গির্জা

‌করোনা এবার প্রভাব ফেলল পর্যটনেও, বন্ধ করে দেওয়া হল দেশ–বিদেশের মন্দির–মসজিদ–গির্জা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৭ মার্চ, করোনা–আতঙ্কে কেঁপে উঠেছে গোটা বিশ্ব।ভিড়-জমায়েত যুক্ত সমস্ত জায়গা বন্ধ করার নির্দেশিকা জারি হয়েছে। সর্বত্র বন্ধ হয়ে গিয়েছে শপিং মল, পার্ক, বাগানের মতো আকর্ষণের কেন্দ্রবিন্দুগুলি।দিল্লিতে আগামী ৩১ তারিখ পর্যন্ত পর্যটকদের জন্য বন্ধ থাকছে মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট, লাল কেল্লা, কুতুব মিনারের মতো জনপ্রিয় পর্যটন স্থানগুলি। জানা যায়, রাজধানীতে এপর্যন্ত মোট আক্রান্ত আটজন।

জম্মু–কাশ্মীরের সব কটি জনপ্রিয় পার্ক এবং বাগান সাময়িকভাবে বন্ধ কড়া হয়েছে। কবে খুলবে সেটা সময় বুঝে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়ার নোটিস প্রশাসন সূত্রে দেওয়া হয়েছে।পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার বিকেল তিনটে থেকে আপাতত বন্ধ থাকবে মহারাষ্ট্রের শিরডিতে সাঁইবাবার মন্দির। পুণের জনপ্রিয় গণেশ মন্দির, ডাগড়ুশেঠ হালওয়াই মন্দিরও মঙ্গলবার থেকে বন্ধ হয়ে গিয়েছে।সংযুক্ত আরব আমিরশাহির সব কটি ধর্মীয় স্থান সোমবার থেকে বন্ধ করে দেওয়ার কথা বলেছে আমিরশাহির ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং জেনারেল অথরিটি অফ ইসলামিক এনডাওমেন্ট। আরও সংক্রমণ রুখতে রোমের প্রত্যেকটি ক্যাথলিক চার্চ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিটি চার্চে রবিবারের দিনটিতেও প্রার্থনা আপাতত বন্ধ রাখা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top