নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর, ১৯ মার্চ, ৬৮ বোতল নিষিদ্ধ কফ সিরাপ সহ এক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করল বংশীহারী থানার পুলিশ।গোপন সূত্র মারফত খবর পেয়ে এই দিন বংশীহারী ব্লকের ধুমসাদিঘী এলাকার কুসকারি মোড় থেকে এক পাচারকারীকে ৬৮ বোতল নিষিদ্ধ কফ সিরাপ সহ হাতেনাতে ধরে ফেলে বংশীহারী থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই যুবকের নাম সুরজিৎ দেবনাথ (বয়স ২৫)। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর এইদিন ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়।ওই যুবককে গ্রেপ্তারের পর এই ধরনের নেশাদ্রব্য পাচারের সাথে বুনিয়াদপুর সহ পার্শ্ববর্তী এলাকার অন্যান্য জড়িতদের খোঁজে ও তল্লাশি শুরু করেছে বংশীহারী থানার পুলিশ।বংশীহারী থানার পুলিশ প্রশাসনের এহেন সক্রিয় পদক্ষেপ গ্রহণের পর দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন প্রান্তে গোপনে চলা কফ সিরাপ সহ বিভিন্ন নেশা দ্রব্য বিক্রির কারবার এবার বন্ধ হতে চলেছে, এমনটাই মনে করছেন এলাকাবাসী।