নিজস্ব প্রতিনিধি, নদিয়া, ১৯ মার্চ, এবার করোনা ভাইরাসের আতঙ্কের জেরে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে খোলা হল আইসোলেশন ওয়ার্ড। এদিন আইসোলেশন ওয়ার্ড এবং হাসপাতাল পরিদর্শনে আসেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান।
ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে বাড়তি সর্তকতা অবলম্বন করা হয়েছে করোনা ভাইরাস নিয়ে। তাই বাড়তি সর্তকতা অবলম্বন করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের পক্ষ থেকে একটি আইসোলেশন ওয়ার্ড খোলা হল। বৃহস্পতিবার হাসপাতাল এবং আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনে গিয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অজয় দে বলেন, “এটা প্রথম নয় এর আগেও আমরা অনেক কর্মসূচি গ্রহণ করেছি। আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে সচেতন করেছি যাতে সব সময় সদা সতর্ক থাকে”।