সদ্য লন্ডন থেকে দেশে ফিরে নিজেদের গৃহবন্দী করলেন সোনম-আনন্দ

সদ্য লন্ডন থেকে দেশে ফিরে নিজেদের গৃহবন্দী করলেন সোনম-আনন্দ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৯ মার্চ, সদ্য লন্ডন থেকে ফিরেছেন সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজা, তাই পরিবারের সকলের ভালর কথা ভেবে ঘরবন্দি করল নিজেকে।নিজে রয়েছেন বাড়ির দোতলায় আর একতলায় রয়েছেন শাশুড়ি।করোনার জেরে সামনা সামনি দেখা তো দূরের কথা, কোনও মতে ঘরের জানলা খুলে শাশুড়ির সঙ্গে কথা বলছেন অভিনেত্রী বৌমা।

সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজা পুরোপুরি স্বচ্ছা গৃহবন্দী বা হোম আইসোলেশেন রয়েছেন। কারণ তাদের বাড়িতে বয়স্ক অনেকেই রয়েছেন। কোনও রকম ঝুঁকি নিতে চাননি তারা।যদিও বিমানবন্দরে এসে শারীরিক পরীক্ষা করিয়েছেন তাঁরা।আপাতত ঘরেই বন্দি করেছে নিজেদেরকে।শাশুড়ির মতো অন্যদের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন সোনম ও আনন্দ।সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয় তৎক্ষণাৎ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top