নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ২০ মার্চ, সারা দেশে যখন করোনা অর্থাৎ COVID 19 মহামারীর রূপ ধারণ করেছে ঠিক তারই মাঝখানে আতঙ্কিত না হয়ে মানুষকে সচেতন করার জন্য এক অভিনব উদ্যোগ নিল কাকদ্বীপ ফোনিক্স স্পোকেন ইংলিশ এর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।
ফোনিক্স শিক্ষাকেন্দ্রের এই অভিনব উদ্যোগ দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত কাকদ্বীপ ব্লকের শিশু শিক্ষায়তন উচ্চ মাধ্যমিক হাইস্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাদের অভিভাবক ও পথচলতি মানুষদের করণা থেকে বাঁচতে স্যানিটাইজার দিয়ে কিভাবে হাত পরিষ্কার রাখবে তার একটি সুপ্রচেষ্টা চালায় কাকদ্বীপ ফনিক্স স্পোকেন ইংলিশ শিক্ষা কেন্দ্র সংস্থাটি। মানুষকে আতঙ্কিত না হয়ে কিভাবে সতর্ক থাকবেন তার বার্তা পৌঁছে দেওয়া হয় এই দিন। কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাইস্কুলের শিক্ষক শিক্ষিকা পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা এই উদ্যোগকে সাধুবাদ জানায়। পাশাপাশি স্কুলের ছাত্র ছাত্রীরা মানুষকে বার্তা দেয় আমাদেরকে সঠিক হাতে সতর্ক থাকতে হবে মানুষকে আতঙ্কিত হওয়ার কোনোও কারণ নেই এবং একে অপরের সাহায্যে করোনাভাইরাস-এর মোকাবিলা করতে হবে।